Logo

সারাদেশ

শের-ই-বাংলা মেডিকেলের মেডিসিন ইউনিট স্থানান্তরের দাবিতে মানববন্ধন

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২১:০৩

শের-ই-বাংলা মেডিকেলের মেডিসিন ইউনিট স্থানান্তরের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট পুরোনো ভবনে ফিরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সচেতন বরিশালবাসী।

সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে রোগী ও তাদের স্বজনরাও অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, হাসপাতালের ওটি কমপ্লেক্স ভবনকে জোরপূর্বক মেডিসিন ইউনিটে রূপান্তর করা হয়েছে। এ ভবনের ছোট ছোট কক্ষে গাদাগাদি করে রোগীদের রাখা হচ্ছে।

ঘরগুলোতে নেই পর্যাপ্ত আলো-বাতাস, অধিকাংশ ফ্যান নষ্ট, বাতি নিভে থাকা কক্ষে যেন গুদামঘরের পরিবেশ। বাথরুম কম, যেগুলো আছে সেগুলোর অধিকাংশই নোংরা ও ব্যবহারের অযোগ্য। দুর্গন্ধে রোগীদের সঙ্গে স্বজনরাও অসুস্থ হয়ে পড়ছেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, চিকিৎসার নামে হাসপাতালের মেডিসিন ইউনিট এখন এক ধরনের কৌতুকের জায়গা হয়ে উঠেছে। রোগীরা যেমন কষ্ট পাচ্ছেন, তেমনি চিকিৎসকরাও চরম দুর্ভোগে পড়েছেন। ফ্যান ঘুরলেও বাতাস পৌঁছায় না, অনেক জায়গায় এসি নষ্ট। ফলে প্রচণ্ড গরমে দম বন্ধ হয়ে আসছে।

তারা আরও বলেন, বর্তমান মেডিসিন ইউনিট যে ভবনে রয়েছে, সেটি মূলত ওটি কমপ্লেক্স। এটি প্রশাসনিক ও বিভিন্ন সার্জিক্যাল ইউনিটের জন্য নির্ধারিত ছিল। কিন্তু হঠাৎ করে সাবেক পরিচালক ও কিছু চিকিৎসকের সিদ্ধান্তে মেডিসিন ইউনিটটি সেখানে স্থানান্তর করা হয়। ফলে চিকিৎসা সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বক্তাদের দাবি, আগের মেডিসিন ইউনিটে অন্তত আলো-বাতাস চলাচল ছিল। তাই পুরোনো ভবনে মেডিসিন ইউনিট ফিরিয়ে নিতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

জেআই জুয়েল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর