---2025-07-01T150033-6863a40536be3.jpg)
সাভারের আশুলিয়ায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার মো. শামিম শেখ ওরফে মুন্না শেখ (২৫) । ছবি : বাংলাদেশের খবর
সাভারের আশুলিয়ায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ মো. শামিম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি চিহ্নিত ভূমিদস্যু চক্রের ক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবির।
তিনি জানান, সোমবার (৩০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পূর্ব জামগড়ার ইস্টার্ন হাউজিং এলাকার এমএস গলির রিপনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। সেখানে শামীম শেখকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৭.৬৫ বোরের একটি পুরোনো পিস্তল, একটি ম্যাগাজিন, স্প্রিংযুক্ত দুই রাউন্ড গুলি, ধারালো চাপাতি, ছুরি, কুড়ালসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলের চেইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শামীম শেখ নড়াইল সদর উপজেলার বল্লারটোপ এলাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশের দাবি, শামীম শেখ ভূমিদস্যু এমএ মতিনের ক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য। তারা ওই এলাকায় সংঘবদ্ধ অপরাধ সংঘটনের জন্য জড়ো হয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, ‘পলাতকদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, ওসি (অপারেশন) শফিকুল ইসলাম সুমনসহ অন্যান্য কর্মকর্তা।
আরিফুল ইসলাম সাব্বির/এমআই