Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৫:৫১

আলফাডাঙ্গায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। 

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের উপকারভোগী হেলাল মোল্যা বলেন, ‘মাসখানেক আগে হঠাৎ আগুন লেগে আমার বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। এখন সরকারিভাবে ঢেউটিন পেয়েছি। আমার অনেক উপকারে আসবে।’

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত জানান, ‘অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে ৯ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ ব্যয় বাবদ প্রতি বান্ডিল ঢেউটিনের সাথে ৩ হাজার করে মোট ২৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।’

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর