Logo

সারাদেশ

পটিয়ায় চুরি যাওয়া স্বর্ণালংকার-নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৬:১৫

পটিয়ায় চুরি যাওয়া স্বর্ণালংকার-নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের পটিয়ায় দুবাই প্রবাসীর বাসায় চুরি যাওয়া স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং নগদ অর্থও উদ্ধার করেছে পুলিশ। এসময় আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন-নুরুল হাকিম শুভ (২৫), রিয়াজুর রহমান নিক্সন (২৪) এবং মো. এরশাদ হোসেন (২০)। তারা সবাই পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, ২৯ জুন রাত ১টা থেকে সকাল ৬টার মধ্যে পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের চাপড়ী এলাকায় দুবাইপ্রবাসী মোহাম্মদ হেলাল (৪১) এর বাসায় চুরির ঘটনা ঘটে। চোরেরা ওই বাড়ি থেকে প্রায় ৬ লাখ টাকার স্বর্ণালংকার, ১ লাখ ৫০ হাজার টাকা, দুবাইয়ের ৫ হাজার দিরহাম এবং তিনটি স্মার্টফোন নিয়ে যায়। একই রাতে পার্শ্ববর্তী বাসিন্দা নূর আহম্মদ (৫৯) এর ঘর থেকেও ৪ লাখ ১০ হাজার টাকার স্বর্ণালংকার, ১০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন চুরি হয়।

পরদিন সকালে মোহাম্মদ হেলাল পটিয়া থানায় মামলা করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরের নেতৃত্বে তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. আব্দুল বাতেন ও তার দল অভিযান শুরু করেন।

পরে কুসুমপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে চুরির সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে একটি স্বর্ণের হার, একটি চেইন, একটি আংটি, চারটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল এবং নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

  • ইমরান হোসেন মুন্না/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর