Logo

সারাদেশ

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে গুনতে হলো জরিমানা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৭:৪৬

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে গুনতে হলো জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসি ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার গোপালপুর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অর্থদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তি হলেন, উপজেলার গোপালপুর বাজারের ফার্মেসি ব্যবসায়ী মনিরুল ইসলাম লাভলু। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর বাজারের ফার্মেসি ব্যবসায়ী মনিরুল ইসলাম লাভলুর দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দোকানে কমপক্ষে ১১ প্রকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুসারে ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়। সেইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি দেখে দোকান বন্ধ করে বাজারের অন্য ব্যবসায়ীরা পালিয়ে যায়। 

এ সময় আলফাডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, ফার্মেসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা মানে সাধারণ মানুষকে বিপদে ফেলা। ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর