---2025-07-01T201448-6863ed66e5549.jpg)
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় রাজিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়ার কারণে তিনি আত্মহননের পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের তিল্লীরচর গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাজিয়া ওই গ্রামের সুমন মিয়ার স্ত্রী। তারা চার বছর আগে বিয়ে করেছিলেন। তাদের একটি দুই বছরের সন্তান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাজিয়ার স্বামী সুমন মিয়ার পার্শ্ববর্তী এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। ঘটনার দিন সকালে নিজ ঘরের ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাজিয়া। তবে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না-সেটি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনার পরপরই স্বামী সুমন মিয়া পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম বলেন, ‘মেয়েটি অনেক নিরীহ ছিল। স্বামীর পরকীয়ার কারণে ওদের সংসারে কলহ লেগেই ছিল। বিষয়টি আমরা আগেও শুনেছিলাম।’
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, রাজিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সুমন মিয়াকে আটকের চেষ্টা চলছে।
- আফ্রিদি আহাম্মেদ/এমআই