কালীগঞ্জে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ২০:৩৯
---2025-07-01T203750-6863f31759907.jpg)
গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেদী হাসান (২২) নামের এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী দায়ের করা মামলায় মেহেদী হাসানকে দোষী সাব্যস্ত করে আদালত এই রায় দেন। রায়ের সময় কালীগঞ্জ থানা পুলিশের এএসআই হুমায়ুন কবির ও বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এ সময় তার কাছ থেকে ১০০ টাকা জরিমানাও আদায় করা হয়। দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসানকে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়।
- রফিক সরকার/এমআই