শ্রীপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা কারাগারে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ২০:৫৭
---2025-07-01T204608-6863f76c69125.jpg)
আওয়ামী লীগ নেতা হারুন খন্দকার। ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা হারুন খন্দকারকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার- হারুন খন্দকার উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামের মৃত ফজলুল হক খন্দকারের ছেলে। তিনি বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘বিস্ফোরক মামলার আসামি হারুন খন্দকারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
- আতাউর রহমান সোহেল/এমআই