---2025-07-01T213430-68640070d78f0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীতে মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়েছে ডলফিন প্রজাতির একটি শুশুক। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলার কাশিনাথপুর-মাজদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। শুশুকটি জালের আঘাতে কিছুক্ষণ পরই মারা যায় বলে জানিয়েছেন স্থানীয় জেলে।
জেলে বিপুল বিশ্বাস বলেন, ‘প্রতিদিনের মতো নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ জাল টেনে তুলতেই ভারি কিছু টের পেলাম। প্রথমে মনে হয়েছিল বড় কোনো মা উঠেছে। পরে দেখি এটা শুশুক। জাল থেকে তোলার কিছুক্ষণ পরই সেটি মারা যায়।’
বিপুল বিশ্বাস শুশুকটি বাড়িতে এনে রাখেন। এরপর খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেটি দেখতে ভিড় করে।
স্থানীয় ষাটোর্ধ্ব বাসিন্দা গোবিন্দ চন্দ্র বলেন, ‘বহু বছর আগে গড়াই নদীতে শুশুক দেখা যেত। এখন তো দেখাই যায় না। এত বছর পর আবার শুশুক দেখা গেল, যদিও সেটা মারা গেছে।’
শৈলকুপা উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘এটি ডলফিন প্রজাতির শুশুক বলে মনে হচ্ছে। সাধারণত পদ্মা নদীতে এদের দেখা যায়। নদীর স্রোতের টানে শুশুকটি গড়াই নদীতে চলে আসতে পারে।’
শুশুক বা মিঠাপানির ডলফিন বাংলাদেশের নদ-নদীতে একসময় সচরাচর দেখা গেলেও এখন তা প্রায় বিলুপ্তির পথে। নদীর দূষণ, জলবায়ু পরিবর্তন ও নির্বিচারে মাছ ধরার কারণে এদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে মনে করেন পরিবেশবিদেরা।
- এম বুরহান উদ্দীন/এমআই