Logo

সারাদেশ

নাতনিকে কোলে নিয়ে পরীক্ষা কেন্দ্রে মেয়ের অপেক্ষায় নানী

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ২১:৫৯

নাতনিকে কোলে নিয়ে পরীক্ষা কেন্দ্রে মেয়ের অপেক্ষায় নানী

ছবি : বাংলাদেশের খবর

ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষার দিনে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। মাত্র দুই দিন আগে মা হওয়া এক ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন আর বাইরে একটি কক্ষে তার সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে বসে আছেন তার মা-নবজাতকের নানী।

মঙ্গলবার (১ জুলাই) চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের কেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়। 

জানা গেছে, পরীক্ষার্থী ফাবিয়া খানম উপজেলার আবুবকরপুর ইউনিয়নের বাসিন্দা মাকসুদ খানের মেয়ে। দেড় বছর আগে একই উপজেলার জাহিদুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। গত সপ্তাহের মঙ্গলবার কন্যা সন্তানের জন্ম দেন ফাবিয়া। এরপর মাত্র দুই দিন পরেই, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। ফাবিয়া চরফ্যাশন সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

পরীক্ষাকেন্দ্রে কথা হয় তার মা খাজিদা বেগমের সঙ্গে। কোলে নবজাতককে নিয়ে তিনি বলেন, ‘মেয়ের ইচ্ছা ছিল যেভাবেই হোক পরীক্ষা দিতেই হবে। আমরা চিন্তায় ছিলাম, কিন্তু ওর সাহস আর জেদ দেখে বাধা দিইনি। আমি তাই নাতনিকে নিয়ে ওর সঙ্গে এসেছি।’

পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ স্বপ্ন বলেন, ‘পরীক্ষা শুরুর সময় বাইরে এক নারীকে শিশু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে খোঁজ নিই। জানতে পারি, তিনি পরীক্ষার্থীর মা। পরে আমরা তাদের জন্য একটি খালি কক্ষের ব্যবস্থা করি, যাতে আরামে বসে থাকতে পারেন।’

কেন্দ্রের অন্যান্য শিক্ষক ও পর্যবেক্ষকেরা জানান, এ বয়সে মা হয়ে গেলেও পড়াশোনার প্রতি ফাবিয়ার যে অটল আগ্রহ, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমাদের সমাজে এই দৃঢ়তা খুবই গুরুত্বপূর্ণ।

  • এম ফাহিম/এমআই 
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর