ঝিনাইদহ সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১১:২৬
-6864c30668400.jpg)
ভারতে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে
ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪ জন নারী,
৫ জন শিশু ও
৬ জন পুরুষ রয়েছেন।
জানা গেছে, এরা সবাই বিভিন্ন সময় দালালচক্রের মাধ্যমে পাচার হয়ে ভারতে প্রবেশ করেছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কুমারীপাড়া ক্যাম্পের টহল দল মঙ্গলবার দুপুর
১টার দিকে তাদের আটক করে। পরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের
সঙ্গে যোগাযোগ করে আটক বাংলাদেশিদের ফেরত নেওয়ার অনুরোধ জানায় বিএসএফ।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে খোসালপুর বিওপি এলাকার ৬০/৮৭ নম্বর
সীমান্ত পিলার সংলগ্ন শূন্য লাইনে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ফেরত আসা ১৫ জনের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।