পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১১

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১২:৪৬

ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এতে অন্তত ১১ জন ছাত্র আহত হন। তারা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার (১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে পটিয়া থানার মাঠে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- আন্দোলনের সংগঠক আশরাফুল ইসলাম তৌকির (২১), মো. নাদিম (২১), মো. আয়াস (১৬), মো. আকিল (১৮), মো. ইরফান উদ্দিন (১৮), তাসরিয়ান হাসান (১৮), মো. রায়হান উদ্দিন (২০), সাইফুল ইসলাম (১৭), জাহেদুল করিম শাহী (১৮), মুনতাসির আহমদ (১৭) ও সাইফুল ইসলাম (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে পটিয়া শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কর্মসূচি শেষে থানার মোড় দিয়ে ফেরার পথে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা দীপংকর দেকে দেখে তাকে ঘিরে ফেলেন তারা। পরে থানার মাঠে নিয়ে গিয়ে ‘দীপংকর বিরোধী’ স্লোগান দিতে থাকলে পুলিশ হঠাৎ দৌড়ে এসে লাঠিচার্জ শুরু করে।
আহত সংগঠক আশরাফুল ইসলাম তৌকির বলেন, দীপংকর দেকে শনাক্ত করে আমরা থানার মাঠে স্লোগান দিচ্ছিলাম। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে আমি এবং সাইফুল গুরুতর আহত হই।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নওশাদ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে মোমবাতি প্রজ্বালন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয়ক গোলাম মওলা মাশরাফ পটিয়া থানা পুলিশকে ‘বট, দুই নম্বর ও ফাও’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, পুলিশ প্রশাসন টেন্ডারবাজ, চাঁদাবাজদের রক্ষা করছে। সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হচ্ছে। আমরা মৃত্যুকে ভয় পাই না। এ অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব করতে এসেছি।
এ ঘটনায় পুলিশ প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে লাঠিচার্জের ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ইমরান হোসেন মুন্না/এমবি