
ফেনীতে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : বাংলাদেশের খবর
ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ জুলাই) সকালে ফেনীস্থ ৪ বিজিবির সদস্যরা ছাগলনাইয়া ও পরশুরাম সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, ভোররাতে নিয়মিত টহল চলাকালীন বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে ভর্তি কার্টন ও কয়েকটি গরু ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে মালামাল ও গবাদিপশুগুলো জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা।
বিজিবি জানায়, জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে ফেনী ব্যাটালিয়নের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান আগামীতেও বজায় থাকবে।
এম. এমরান পাটোয়ারী/এমবি