Logo

সারাদেশ

গোবিন্দগঞ্জে অটোচোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৬:৩৫

গোবিন্দগঞ্জে অটোচোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের দুই প্রধান সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) ভোরে পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাসিন্দা ওবায়দুল (২৫) এবং সাকিরুল ইসলাম (৩৫)।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একাধিক চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর