গৌরনদীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৬:৪১
-68650cc33aadd.jpg)
ছবি : বাংলাদেশের খবর
২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বরিশালের গৌরনদীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার আল-আমীন টেকনিক্যাল জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
দোয়া পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মো. আল-আমীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী-আগৈলঝাড়া আসন থেকে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ কামরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো. আলাউদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমির আলহাজ হাফিজুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল আজিজ।
আলোচনা শেষে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এআরএস