নোয়াখালীতে করোনা আক্রান্ত বৃদ্ধের আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৭:১২
-68651401cbfdc.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নোয়াখালী জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নোয়াখালীর দ্বিতীয় পর্যায়ের করোনায় প্রথম পজিটিভ রোগী ছিলেন।
বুধবার (২ জুলাই) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। গতকাল মঙ্গলবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত জেবল হক নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের গনি মিয়ার ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে যান। চিকিৎসক করোনা পরীক্ষা করার পরামর্শ দিলে নমুনা পরীক্ষা করা হয়। বিকেলে রিপোর্ট পজিটিভ আসায় তাকে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসা চলছিল। হঠাৎ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দ্বীপ আজাদ/এআরএস