গাংনীতে জুলাই-আগস্টে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৭:২০
-686515f41efce.jpg)
ছবি : বাংলাদেশের খবর
২০২৪ সালের জুলাই-আগস্টে শহীদ, আহত ও পঙ্গুত্বপ্রাপ্তদের স্মরণে গাংনী উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকেলে গাংনী উপজেলার চৌগাছা দারুল এয়াতিমখানায় গাংনী উপজেলা জামায়াতের আয়োজন করে এই কর্মসূচি পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন, জেলা শিবিরের সাবেক সভাপতি অধ্যক্ষ আল আমিন ইসলাম বকুল, গাংনী উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে জুলাই-আগস্টের বিপ্লবীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
এআরএস