ধর্ম উপদেষ্টা
ধর্মীয় উপাসনালয়ে আঘাত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৭:২৮
-686517e5253a1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ধর্মীয় উপাসনালয়ে দুর্বৃত্তদের হামলা বা ধর্মানুভূতিতে আঘাতের ঘটনা ঘটলে রাষ্ট্র তা কঠোরভাবে দমন করবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
বুধবার (২ জুলাই) সকাল ১১টার দিকে কক্সবাজারের ঘোনারপাড়া শ্রী শ্রী কৃষ্ণানন্দধামে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘সততা, ন্যায়নিষ্ঠা ও ভালোবাসা এই মূল্যবোধগুলো সমাজে ছড়িয়ে দিতে হবে। এই দেশ সকল ধর্মের মানুষের; উন্নয়নে সবার অবদান প্রয়োজন।’
ধর্ম উপদেষ্টা মন্দিরে পৌঁছালে উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ফুল দিয়ে বরণ করা হয়। তিনি মন্দিরের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টির পরিমল কান্তি শীল, সহকারী পরিচালক রনজিত বাড়ৈ, শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তীসহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠন ও মন্দির কমিটির নেতারা বক্তব্য রাখেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা আরও কয়েকটি শিক্ষা কেন্দ্র পরিদর্শনে যান।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস