Logo

সারাদেশ

বাঁওড়ে বল তুলতে নেমে শিশুর মৃত্যু

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৭:৩৮

বাঁওড়ে বল তুলতে নেমে শিশুর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের কোটচাঁদপুরে কুশনা বাঁওড়ে ডুবে দুই বছরের শিশু আলিফের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) বেলা ১১টার দিকে বহরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। খেলতে গিয়ে বল পানিতে পড়লে শিশুটি নিজেই তা তুলতে নেমে পানিতে ডুবে যায়।

আলিফ বহরামপুর গ্রামের রাশেদ আলীর ছেলে। পরিবারের সদস্য ও এলাকাবাসী জানিয়েছেন, সকালে শিশুটি বাড়ির পাশে কুশনা বহরামপুর বাঁওড় পাড়ে বল নিয়ে খেলা করছিল। খেলতে খেলতে তার হাতে থাকা বল পানিতে পড়ে যায়। বল তুলতে গিয়ে শিশু আলিফ পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী শিশুটিকে না পেয়ে খুঁজতে পানিতে নেমে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর জামান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়। শিশুটির মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

কোটচাঁদপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এমন ঘটনা তাদের কাছে আগে জানা ছিল না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর