নারায়ণগঞ্জে ১ বছর পর রিয়া গোপ হত্যাকাণ্ডে মামলা করল পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৭:৪৩
-68651b6c92b2c.jpg)
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত শিশু রিয়া গোপ হত্যাকাণ্ডের মামলা হয়েছে ঘটনার প্রায় এক বছর পর। মঙ্গলবার (১ জুলাই) রাতে সদর মডেল থানার এসআই আবু রায়হান বাদী হয়ে মামলাটি করেন।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি নাসির উদ্দিন আহমদ বলেন, ‘শিশুটির পরিবারকে মামলা করতে বলা হলেও তারা এতে অনীহা প্রকাশ করেন। তাই পুলিশ নিজ উদ্যোগে হত্যা মামলা দায়ের করেছে।’
নিহত রিয়া গোপ শহরের নয়ামাটি এলাকার দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান। গত বছর সে একটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিল। ১৯ জুলাই বিকেলে শহরের গুলশান হলের পেছনে নয়ামাটি এলাকার একটি পাঁচতলা ভবনের ছাদে খেলার সময় গুলিবিদ্ধ হয় রিয়া। গুলি তার মাথায় লাগে। গুরুতর অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রিয়ার।
পুলিশ জানিয়েছে, ওইদিন বিকেলে ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তি—যারা নিজেদের আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছিলেন—আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ে মিছিলকারীদের ওপর হামলা চালায়। ওই হামলার সময় রিয়া গোপ গুলিবিদ্ধ হয়।
এ ঘটনায় যোগাযোগের চেষ্টা করা হলেও রিয়ার বাবা দীপক কুমার গোপের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
এআরএস