গোবিন্দগঞ্জে অবৈধ সার-বীজ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৭:৪৬
-68651c1d7af8c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদন ছাড়াই সার বিক্রি, অবৈধভাবে মজুদ এবং ক্রয় রসিদ না রাখার অভিযোগে বিভিন্ন সার ও কীটনাশক দোকানে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ৪৩৪ বস্তা সার ও ৬ হাজার ৯০০ কেজি ধানবীজ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযুক্তদের।
মঙ্গলবার রাতে গোবিন্দগঞ্জ পৌর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, অভিযান চালানো হয় মেসার্স মাসুদ অ্যান্ড ব্রাদার্স, মেসার্স মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ণ চাকী, মেসার্স জেনিন ট্রেডার্স, মেসার্স রূপালী সার ঘর এবং মেসার্স প্রধান কৃষি সম্ভারে। এ সময় দোকানগুলোর মধ্যে কিছুতে অনুমোদনহীনভাবে সার ও বীজ মজুদ ও বিক্রির প্রমাণ মেলে।
অভিযানে অংশ নেন গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর মো. ইনজামামুল আলম, ক্যাপ্টেন মো. ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাদিসুর রহমান, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলমসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা।
স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জের কিছু অসাধু ব্যবসায়ী অনুমোদনহীন সার ও ভেজাল বীজ মজুদ করে বেশি দামে বিক্রি করছিল। এতে প্রান্তিক কৃষকরা ক্ষতির মুখে পড়ছিলেন এবং কৃষি উৎপাদনে হুমকি তৈরি হচ্ছিল।
এআরএস