শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে নির্যাতন
মামলার পর হুমকি-ধমকিতে বিপাকে নির্যাতিত ছাত্রের বাবা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:২৭
-68652a168e51f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালীগঞ্জে মাদরাসা ছাত্র নির্যাতনের মামলার বাদী মো. মোশারফ শেখ নানা ধরনের হুমকি-ধমকির মুখে পড়েছেন। তিনি জানান, মামলা প্রত্যাহার করতে বিভিন্ন পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
মোশারফ শেখ বলেন, ‘আমার ছেলে মো. আবু বক্কর সিদ্দিক একটি হাফিজিয়া মাদরাসায় পড়তো। হুজুর ও কয়েকজন ছাত্র মিলে তাকে নির্যাতন করে বস্তায় ভরে মাদরাসার রুমে ফেলে রাখে। আমি নিজ চোখে ঘটনাটি দেখেছি এবং পুলিশ আসার পর হুজুর মারধরের কথা স্বীকার করে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘আমাকে জোর করে মিথ্যা স্বীকারোক্তি দিতে বলা হচ্ছে, হুজুরকে মুক্তির জন্য আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে।’
মামলার প্রেক্ষিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলউদ্দিন জানান, হুমকির বিষয়ে বাদী বা তার পরিবার এখনও কোনো লিখিত অভিযোগ দেননি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, একই দিনে ফুলদী নূরে মদিনা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় শিক্ষক হাফেজ মো. জাকারিয়ার পক্ষে সংবাদ সম্মেলন করে বিভিন্ন ইমাম ও উলামা পরিষদ। তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবি জানান।
উল্লেখ্য, ২৯ জুন ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলায় বাদী মো. মোশারফ শেখের ছেলে (৮) নির্যাতনের অভিযোগ ছিল।
এআরএস