Logo

সারাদেশ

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:২৭

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসাথে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মৃত আব্দুর রব তপদার (৬০) ও তার ছেলে সায়েম তপদার (২৩) বাড়ির কাছে রেললাইনের পাশের বিলে পাট জাগ দিতে যায়। পাশ্ববর্তী আকতার তপদারের দোকানের কাছে বিদ্যুতের সাইড লাইনের তার ছিঁড়ে পানিতে পড়ে ছিল। ওই ছেড়া তারে আব্দুর রব জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ছোট্ট একটি মেয়ে সায়েমকে ডেকে আনে। সায়েম বাবাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত আব্দুর রব তপদার অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ছিলেন। তিনি ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে ছোট ছেলেকে হারালেন, সায়েম শাহতলী কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন।

নিহতের শ্যালক শাহ আলম জানান, পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছিঁড়া তারে স্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। পারিবারিক সিদ্ধান্তে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর