Logo

সারাদেশ

আহ্বায়ক কমিটি ঘোষণায় আজিজুল হক কলেজে ছাত্রদলের মিছিল

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:৩১

আহ্বায়ক কমিটি ঘোষণায় আজিজুল হক কলেজে ছাত্রদলের মিছিল

ছবি : বাংলাদেশের খবর

ChatGPT said:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে  ছাত্রদলের শুভেচ্ছা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে কলেজ চত্বরে আয়োজিত মিছিল শেষে সমাবেশে ছাত্রদল নেতারা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে ছাত্ররাজনীতির নবজাগরণ আশা করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

কলেজ ছাত্রদলের আহবায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাফিউল আল-আমিনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

বক্তারা বলেন, ফ্যাসিবাদের পতনের পর সরকারি আজিজুল হক কলেজে ছাত্ররাজনীতির নতুন দিগন্তের সূচনা হয়েছে। পূর্বে কলেজে মারামারি, সিট দখল, ইভটিজিংসহ অশান্তির ঘটনা ঘটলেও এখন সুস্থ ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় কাজ শুরু হয়েছে। তারা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দিকনির্দেশনায় নতুন বাংলাদেশ গঠনে আশাবাদ প্রকাশ করেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর