Logo

সারাদেশ

নান্দাইলে বিক্ষোভ

১৫ মাস ধরে বন্ধ ইউপি সদস্যদের সম্মানিভাতা

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:৩৬

১৫ মাস ধরে বন্ধ ইউপি সদস্যদের সম্মানিভাতা

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানিভাতা গত ১৫ মাস ধরে বন্ধ থাকার প্রতিবাদে বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছে স্থানীয় ইউপি সদস্যরা। তারা দ্রুত বকেয়া সম্মানিভাতা পরিশোধের দাবি জানিয়েছেন।

বিক্ষোভে মোয়াজ্জেমপুর ইউনিয়নের সদস্য মোছা. জোসনা আরা বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে আমরা জনগণের সেবায় নিয়োজিত, কিন্তু ১৫ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছি না। দ্রুত আমাদের বেতন ভাতা দেওয়া হোক।’

নান্দাইল ইউনিয়নের সদস্য মো. খোকন মিয়া জানান, ইউএনওকে অনেকবার বিষয়টি জানিয়েও কোনও পদক্ষেপ হয়নি। ইউএনও জানিয়েছেন, ‘উপজেলা ফান্ডে টাকা নেই,’ অথচ মার্চ পর্যন্ত ওই ফান্ডে প্রায় ৩৩ লাখ ৭০ হাজার টাকা রয়েছে।

শেরপুর ইউনিয়নের সদস্য মাসহুদ পারভেজ অভিযোগ করেন, ‘আমাদের ভিজিএফ, ভিজিডি ও কৃষি প্রণোদনা সহ সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।’

বিক্ষোভ চলাকালে ইউএনও সারমিনা সাত্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএনওকে দ্রুত সম্মানিত ভাতা পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর