শামসুজ্জামান দুদু
জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে ‘স্থানীয় ভোটের স্বপ্ন’ দেখছে সরকার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:৫০
-68652afa8a7cb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জাতীয় নির্বাচন এড়িয়ে সরকার এখন স্থানীয় নির্বাচনের স্বপ্নে বিভোর বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।’
বুধবার (২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্তোরাঁয় ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
দুদু বলেন, ‘আজ দেশের জাতীয় ঐক্য অপরিহার্য। কেউ কেউ না বুঝে আবারও শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছেন। গণ-অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন ছাড়া বিকল্প নেই। আমাদেরকে গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে হবে।’
সভায় আরও বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি রাকিবুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।
বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর চলেছে ইতিহাসের বর্বরতম নিপীড়ন। মামলা, হামলা, গুম ও নির্যাতন ছিল নিত্যদিনের চিত্র।’
তারা আরও বলেন, সরকার 'পিআর পদ্ধতি'র নামে প্রহসনের নির্বাচন করতে চায়, যা জনগণ মেনে নেবে না।
আলোচনার শেষে জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
এআরএস