Logo

সারাদেশ

তারেক রহমানের আহ্বান

জনগণের সঙ্গে থাকুন, আইন নিজের হাতে তুলে নেবেন না

Icon

মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:২১

জনগণের সঙ্গে থাকুন, আইন নিজের হাতে তুলে নেবেন না

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিজে ও অন্য কাউকে এমন কিছু করবেন না বা করতে দেবেন না যাতে দলের ক্ষতি হয়। জনগণের সঙ্গে থাকুন, তাদের প্রত্যাশা নিয়ে কথা বলুন। আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনশৃঙ্খলা রক্ষায়, শহীদ জিয়ার ও খালেদা জিয়ার আদর্শের কর্মী হিসেবে দায়িত্ব পালন করুন।

বুধবার (২ জুলাই) বিকালে পটুয়াখালী জেলা শহরের ব্যায়ামাগার মিলনায়তনে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এ কারণে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার দায়িত্ব বড় দল হিসেবে বিএনপির আরও বেশি।’

জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রায় দেড় হাজার কাউন্সিলর উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, ‘আমরা আড়াই বছর আগে থেকেই রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছি। একটি বড় দল হিসেবে রিফর্ম-ভিত্তিক অন্তর্বর্তী সরকারে আমাদের দায়িত্ব রয়েছে গঠনমূলক ভূমিকা রাখার।'
তিনি আরও বলেন, মতপার্থক্য থাকবে, কিন্তু গণতান্ত্রিক ধারায় অন্য দলের কথা শুনতে হবে, আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। দেশের অধিকাংশ মানুষ রাজনীতি করে না। তাদের কাছে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ এবং কৃষক, ছাত্র ও সাধারণ মানুষের কল্যাণের কথা বলতে হবে।'
সম্মেলন নিয়ে সন্তোষ প্রকাশ করে তারেক রহমান বলেন, দীর্ঘদিন পর এই সম্মেলন হচ্ছে। স্বৈরশাসনের চাপসহ নানা কারণে বিলম্ব হলেও আজ ১,৫১১ জন কাউন্সিলরসহ হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হয়েছেন—এটা অত্যন্ত আনন্দের বিষয়।'

তিনি আরও বলেন, ‘আপনাদের মতো দেশে ১২ কোটি ৫০ লাখ ভোটার রয়েছে। তাদের কাছে পৌঁছাতে হবে, দলীয় কর্মসূচি জানাতে হবে। বিএনপির মূলমন্ত্র, ‘জনগণই ক্ষমতার উৎস’। তাই জনগণের সঙ্গেই থাকতে হবে।’

বক্তব্যের শেষ দিকে তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কাউন্সিল অধিবেশন সম্পন্ন করার আহ্বান জানান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যায়ামাগার মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে ভোটগ্রহণ চলছিল। ১,৫১১ জন কাউন্সিলর ভোট দেবেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হক ফরাজী। সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্মেলনের উদ্বোধক ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এসময় আরও উপস্থিত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. আসাদুল কবির শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, কেন্দ্রীয় সদস্য হাসান মামুন, মাওলানা শাহ নেছারুল হক ও ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. দুলাল হোসেন, সদস্য মোস্তাক আহম্মেদ পিনু, বরগুনার নজরুল ইসলাম মোল্লা, ভোলার হায়দার আলী লেলিন এবং স্থানীয় নেতা শাহাবুদ্দিন নান্নু, হাজী হুমায়ুন সিকদার, জব্বার মৃধা ও মো. সিদ্দিকুর রহমান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর