Logo

সারাদেশ

নরসিংদীতে ট্রেড লাইসেন্স আনতে গিয়ে ব্যবসায়ী খুন

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:৩১

নরসিংদীতে ট্রেড লাইসেন্স আনতে গিয়ে ব্যবসায়ী খুন

ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত ব্যক্তি। বুধবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শাহীন আলম (৩৭) রায়পুরার মেঝেরকান্দি গ্রামের খালেক মিয়ার ছেলে এবং হাসনাবাদ বাজারের একজন ব্যবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহীন ট্রেড লাইসেন্স আনতে ইউনিয়ন পরিষদে গেলে, সেখানে অবস্থানরত শামীম (৪০) নামের একজন মানসিক বিকারগ্রস্ত ও মাদকাসক্ত ব্যক্তি তার ওপর ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় শাহীনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, ‘ঘাতক শামীমকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হবে।’

স্থানীয়রা জানায়, শামীম দীর্ঘদিন ধরে ইউপি কার্যালয়ের বারান্দায় অবস্থান করছিল এবং এর আগেও কয়েকবার মারমুখী আচরণ করেছে।

সুমন রায়/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর