ভুয়া ডিগ্রি ও রিপোর্ট
বগুড়ার ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:৩৪
-68654383d05f2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ায় ভুয়া ডিগ্রি, ভুয়া রিপোর্ট এবং নানা অনিয়মের অভিযোগে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৪ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ জুলাই) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রশিদুল ইসলামের উপস্থিতিতে অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১২ বগুড়া সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন সাজ্জাদ হায়দার আকাশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সেন্টারটির মালিক শাম্মী আক্তার ও তার স্বামী শাজাহান মিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসকের ভুয়া ডিগ্রি ব্যবহার করে রোগীদের কাছে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সেবা দিয়ে আসছিলেন। অনুমোদনহীন ব্যক্তিদের দিয়ে চিকিৎসাসেবা, ভুয়া প্রেসক্রিপশন এবং অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া যায়।
এই অনিয়মের কারণে প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া ভুয়া ডিগ্রি ব্যবহার করায় ডা. এস কে সাজেদুল আলমকে আরও ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম বলেন, ‘অবৈধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি ছাড় পাবে না।’
তিনি জনসাধারণকে অনুমোদিত এবং সুনামসম্পন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা গ্রহণ ও পরীক্ষা-নিরীক্ষা করার আহ্বান জানান।
এআরএস