Logo

সারাদেশ

চিকিৎসা প্রতারণা

মানিকগঞ্জে কথিত ‘ডাক্তার’ গোলাপকে ১৪ দিনের কারাদণ্ড

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:৪০

মানিকগঞ্জে কথিত ‘ডাক্তার’ গোলাপকে ১৪ দিনের কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের সাটুরিয়ায় কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই চিকিৎসা সেবা ও ওষুধ বিক্রির অভিযোগে কথিত চিকিৎসক গোলাপকে ১৪ দিনের কারাদণ্ড এবং তার বাবা লুৎফর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ জুলাই) দুপুরে সাটুরিয়ার দরগ্রাম বাজার এলাকায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জেলা ওষুধ প্রশাসনের যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমদ।
উপস্থিত ছিলেন জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গোলাপ ও তার বাবা লুৎফর রহমান দীর্ঘদিন ধরে নিজেদের 'ডাক্তার' পরিচয় দিয়ে চিকিৎসা দিচ্ছিলেন এবং প্রেসক্রিপশনসহ ওষুধ বিক্রি করতেন।

অভিযানকালে তাদের দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। তারা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

স্থানীয়দের অভিযোগ ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে এ অভিযান চালানো হয়।

প্রতারণার দায়ে গোলাপকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও লাইসেন্সবিহীন কার্যক্রমের দায়ে তার বাবা লুৎফর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের ভুয়া ডাক্তারদের কারণে অনেক রোগী ক্ষতির মুখে পড়েছেন। এই ধরনের অভিযান নিয়মিত চালানো দরকার।’

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর