গাজীপুরে বালু চুরির অভিযোগে কৃষি কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:৪৫
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদ খননের সরকারি বালু চুরির অভিযোগে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
গত ২৬ জুন চরসনমানিয়া এলাকায় এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে সনমানিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. খবীর উদ্দিন মোল্যা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—সনমানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, তার দুই ছেলে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, এবং স্থানীয় দুই ব্যক্তি সোহরাব ও জাকির।
অভিযোগে বলা হয়, জামাল বেপারীর বাড়ির পাশে নদী খননের প্রায় এক লাখ ঘনফুট বালু সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে চুরি করে বিক্রি করা হয়, যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
সরকারি মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে বালু কাটার আলামত পাওয়া যায়।

এ বিষয়ে অভিযুক্ত তৌহিদুল ইসলাম বলেন, ‘বালু বিক্রির বিষয়ে কিছু জানি না, ওই বালু চুক্তিপত্রের মাধ্যমে আনা হয়েছিল।’
তবে তার বিরুদ্ধে সরকারি চাকরির শৃঙ্খলাভঙ্গ, রাজনৈতিক পক্ষপাত, কর্মস্থলে অনুপস্থিতি, কৃষি উপকরণ বিক্রিতে অনিয়মসহ নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম খান বলেন, ‘বিষয়টি সম্পর্কে শুনেছি। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “সরকারি বালু চুরির ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।”
কাজী মো. আব্দুল মান্নান/এআরএস

