জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি, বগুড়ায় নিষিদ্ধ সংগঠনের কর্মী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:৪৯
-686546f29ccbb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুলাই বিপ্লব’ নিয়ে কটুক্তি ও অপমানজনক মন্তব্য করায় আশরাফুল আলম তানজিল (২০) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে বগুড়ার গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শহরের সূত্রাপুর কসাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তানজিল ওই এলাকার মন্তেজার রহমানের ছেলে।
বুধবার (২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার ডিবি ওসি মো. ইকবাল বাহার।
তিনি জানান, তানজিল ‘জুলাই বিপ্লব’ নিয়ে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য করছিলেন। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং শহরের রাজনৈতিক পরিবেশ অস্থির করতে একাধিক ঝটিকা মিছিলে অংশ নেন।
ডিবি ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিল ককটেল বিস্ফোরণ, আন্দোলনকারীদের ওপর হামলার চেষ্টা এবং হত্যাচেষ্টাসহ একাধিক অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জুয়েল হাসান/এআরএস