Logo

সারাদেশ

জৈন্তাপুরে যুব জমিয়তের নবকমিটির শপথ গ্রহণ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:৫০

জৈন্তাপুরে যুব জমিয়তের নবকমিটির শপথ গ্রহণ

যুব জমিয়ত বাংলাদেশ জৈন্তাপুর (সিলেট) উপজেলা শাখার নবকমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত।

বুধবার (২ জুলাই) বিকেলে জৈন্তাপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়।

নবনির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উবায়দুল্লাহ দরবস্তির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি হাজি মাওলানা আব্দুল জাব্বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তনেতা মাওলানা আব্দুল হামিদ, জৈন্তাপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ ও সিলেট জেলা উত্তর জমিয়তের যুববিষয়ক সম্পাদক মাওলানা রেজাউল করিম রেজা।

অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান যুব জমিয়ত সিলেট জেলা উত্তরের সহসাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম।

এর আগে গত ২৫ জুন (বুধবার) জৈন্তাপুর উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুল ওয়াদুদকে উপজেলা যুব জমিয়তের  সভাপতি, হাফিজ মাওলানা উবায়দুল্লাহকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মুশতাক আহমদকে সাংগঠনকি সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ বলেন, যুব জমিয়ত শুধু একটি সংগঠন নয়, এটি একটি আদর্শিক পরিবার। এখানে নেতৃত্বের চেয়ে বড় বিষয় হলো দায়িত্ব। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে—বিশেষ করে তরুণ সমাজকে বিভ্রান্তির পথ থেকে ফিরিয়ে আনা। তাই আমরা চাই সংগঠনের কাঠামোকে শক্তিশালী করে উপজেলার প্রতিটি ওয়ার্ড পর্যন্ত কার্যকর কমিটি গঠন করতে।

সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ বলেন, জমিয়তের ইতিহাস ত্যাগ ও আদর্শের ইতিহাস। সেই ধারাবাহিকতায় আমরা যুব জমিয়তের নেতৃত্বে আসছি দায়িত্ববোধ ও আমানতের মানসিকতা নিয়ে। পদ-পদবি নয়, আমরা কাজের মানুষ হতে চাই। তরুণদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করে সমাজে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আজকের সমাজে যুবসমাজ নানা পথভ্রষ্টতার শিকার। আমরা চাই, এ প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে। বালু-পাথরের দখল নয়, আমরা জৈন্তাপুরে মানবিক নেতৃত্ব, আদর্শিক রাজনীতি ও জনকল্যাণে নিবেদিত কর্মীর দল গড়তে চাই। ইন শা আল্লাহ, আমরা আলেম সমাজের দিকনির্দেশনায় সেই লক্ষ্যে অগ্রসর হব।

  • আবু তালহা রায়হান/ডিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর