চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২১:০৫
-68654aa5f3485.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বুধবার (২ জুলাই) দুপুরে গালার মাঠ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর বাবুর মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায় বিএসএফ।
নিহত বাবু ঝাঁঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মো. নুর ইসলামের ছেলে। পরিবার ও স্থানীয়দের দাবি, বাবু গরুর জন্য ঘাস কাটতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন। তিনি কোনো চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন না।
বাবুর বাবা নুর ইসলাম বলেন, ‘ছেলে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। হঠাৎ গুলির শব্দ শুনি। পরে জানতে পারি সে গুলিতে মারা গেছে এবং বিএসএফ তার মরদেহ নিয়ে গেছে। আমরা মরদেহ ফেরত চাই।’
স্থানীয়রা জানান, দুপুরে বাবুসহ কয়েকজন গালার মাঠ এলাকায় ঘাস কাটছিলেন। ওই সময় ভারতের নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্প থেকে ৭৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।
ঘটনার পর দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর নিহতের বাড়ি পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ব্যাপারটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।’
এ ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) প্রতিবাদ জানিয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ভারতীয় ৩২ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএসএফের দাবি, তারা স্বর্ণ চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে গুলি ছোড়ে। এতে একজন আহত হন।
তিনি বলেন, ‘নিহতের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ যাচাই করে দেখা হচ্ছে। প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’
এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা মরদেহ দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা।
ফেরদৌস ওয়াহিদ/এআরএস