পটিয়ার ওসি প্রত্যাহারে ১৫ ঘণ্টার আল্টিমেটাম, অবরোধ স্থগিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২১:১০
-68654bf0e29f1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নূরের প্রত্যাহারসহ পুলিশি হামলার অভিযোগে দেওয়া ১৫ ঘণ্টার আলটিমেটাম শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধ কর্মসূচি স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। বিকেল পর্যন্ত প্রায় চার ঘণ্টা অবরোধ চলায় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
আন্দোলনকারীদের পক্ষ থেকে কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘গত বছরের মতো এবারও ওসির নেতৃত্বে আমাদের কর্মীদের ওপর পুলিশি হামলা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টার মধ্যে ওসিকে প্রত্যাহারসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে চট্টগ্রাম অচল করে দেওয়া হবে।’
এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটে পটিয়ার ইন্দ্রপোল ও বিকেল ৩টায় খুলশী এলাকায় আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানজট দেখা দেয়।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার রাতে পটিয়া পৌরসভার ওয়াপদা রোডে নিষিদ্ধঘোষিত একটি ছাত্রসংগঠনের নেতাকে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের অনীহা ছিল। এরপর ওসির নির্দেশেই আন্দোলনকারীদের ওপর দুই দফা হামলা হয় বলে দাবি করেছেন তারা।
বুধবার সকাল ১০টা থেকে পটিয়া থানা ঘেরাও করে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে তারা সড়কে বিক্ষোভে নেমে পড়েন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন সাময়িক স্থগিত করা হয়েছে। তবে দাবি আদায় না হলে চট্টগ্রামে আরও কঠোর কর্মসূচি আসবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।
ইমরান হোসেন মুন্না/এআরএস