Logo

সারাদেশ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২১:১৫

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

অন্তর্বর্তী সরকারের সময়েই ‘জুলাই বিপ্লব’-এর ঘোষণাপত্র প্রকাশের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে জুলাই যোদ্ধা সংসদ ও শহীদ পরিবারের সদস্যরা। মানববন্ধনে ‘জুলাই সনদ’ প্রকাশ এবং শেখ হাসিনার বিচার দাবি করেন বক্তারা।

বুধবার (২ জুলাই) বিকেলে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব আব্দুর রফিক, জুলাই যোদ্ধা সাদমান সাফিন জিম, হামিদুল ইসলাম ও শাহরিয়ার হাবিল।

বক্তারা বলেন, ‘জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে। আমরা অন্য কোনো সরকারের সময় অপেক্ষা করব না। এই সরকারের মেয়াদেই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।’

সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান বলেন, ‘অতি দ্রুত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ না হলে আবারও রাজপথে নামতে বাধ্য হব আমরা।’

মানববন্ধন থেকে আরও দাবি করা হয়, ‘জুলাই সনদের’ বাস্তবায়ন এবং ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগ সরকারকে বিচার ও জবাবদিহির আওতায় আনতে হবে। মানববন্ধনে শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর