হাজীগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২১:২৩
-68654f0901866.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বৈধ সনদ ছাড়া জ্বালানি তেল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য উৎপাদনের দায়ে চাঁদপুরের হাজীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ জুলাই) দুপুরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
বিএসটিআই কুমিল্লা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা যায়, হাজীগঞ্জ ফিলিং স্টেশনের ডিসপেন্সিং ইউনিটগুলো বিএসটিআই অনুমোদিত ভেরিফিকেশন সনদ হালনাগাদ না করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন’-এ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, বিএসটিআইয়ের মানসনদ ও মোড়কজাত নিবন্ধন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও ব্রেড তৈরি ও বিক্রির দায়ে উত্তর রায়চো বাজারের রহমান বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কারখানা থেকে বিপুল পরিমাণ নোংরা ও বাসি খাদ্যপণ্য ধ্বংস করা হয়।
অভিযানে বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার মো. আমিনুল ইসলাম শাকিল ও পরিদর্শক মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
আলআমিন/এমএম/এআরএস