Logo

সারাদেশ

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, ২ হোটেলকে জরিমানা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২১:৩০

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, ২ হোটেলকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে দুইটি হোটেলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাতেপুর পেট্রোল পাম্পসংলগ্ন হাজী হোটেল ও মহিপাল এলাকার ফাইভ স্টার হোটেলে অভিযান চালানো হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে হোটেল দুটিতে রান্নাঘর ও সংরক্ষণস্থলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। এতে হাজী হোটেলকে ৫ হাজার টাকা এবং ফাইভ স্টার হোটেলকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আছাদুল ইসলাম বলেন, ‘ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর