
চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর। ছবি : সংগৃহীত
ছাত্র আন্দোলনের মুখে অবশেষে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২ জুলাই) রাতে তাকে পটিয়া থানার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।’
এর আগে পটিয়ায় পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনার পর থেকেই পটিয়ায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। আন্দোলনকারীরা থানা ঘেরাও, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
ছাত্র আন্দোলনের নেতারা বারবার দাবি জানিয়ে আসছিলেন, ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরের অপসারণের। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে অবশেষে বুধবার রাতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
ইমরান হোসেন মুন্না/এমবি