Logo

সারাদেশ

চাঁদপুরে হত্যা মামলার প্রধান আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৮:৩২

চাঁদপুরে হত্যা মামলার প্রধান আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

চাঁদপুরে হত্যা মামলার প্রধান আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকারকে কুপিয়ে হত্যার মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মনির হোসেন মিঠু কাজীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার মনির হোসেন মিঠু কাজী হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি হাজীগঞ্জ উপজেলা সদরের টোরাগড় এলাকার মৃত হেন্দু মিয়া কাজীর ছেলে।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকেই মিঠু কাজী পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

এ মামলায় এর আগেই হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলালউদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, বর্তমান সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি ও মোবারক কাজীসহ কয়েকজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এছাড়া মামলার আরও কয়েকজন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান জানান, গ্রেপ্তার মিঠু কাজীকে রাতেই নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে আনা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হাজীগঞ্জ পৌরসভার সামনে বিএনপি নেতা ও ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহম্মেদ কবির হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে হিমেল বাদী হয়ে ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

আলআমিন ভূঁইয়া/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর