বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৯:১৪

ভাঙ্গায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও সড়ক অবরোধ। ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গায় পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও সড়ক অবরোধ করেছে ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতাকর্মীরা।
বুধবার (২ জুলাই) রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোলচত্বর সংলগ্ন কুমার নদীর ব্রীজের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এতে মহাসড়কে কয়েকশ যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী নেতাকর্মীরা বলেন, সদ্য ঘোষিত ১৫ সদস্যবিশিষ্ট ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটিতে আওয়ামী লীগ ও নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ ত্যাগী ও দলীয় কর্মীদের উপেক্ষা করা হয়েছে। তাদের অভিযোগ, দলের নেতাকর্মীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ কমিটি গঠন করা হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, বিএনপির কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঙ্গে নিক্সন চৌধুরীর সখ্যতার কারণেই এ অনুপ্রবেশ ঘটেছে। তাই তারা অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
বিক্ষোভের সময় সড়কে টায়ার জ্বালিয়ে নেতাকর্মীরা অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং নেতাকর্মীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন। এতে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বুধবার (২ জুলাই) বিএনপির ফরিদপুর জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ.কে.এম. কিবরিয়া স্বপনের স্বাক্ষরে ১৫ সদস্যের ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে এম.এ. ওয়াদুদকে আহ্বায়ক ও মো. জাকির হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বললে তারা শান্তিপূর্ণভাবে সরে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মোসলেউদ্দিন/এমবি