Logo

সারাদেশ

শেখ হাসিনা-কাদেরসহ ৩৯২ জনের বিরুদ্ধে ৪ হত্যা মামলা

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৯:৫১

শেখ হাসিনা-কাদেরসহ ৩৯২ জনের বিরুদ্ধে ৪ হত্যা মামলা

শেখ হাসিনা-কাদেরসহ ৩৯২ জনের বিরুদ্ধে ৪ হত্যা মামলা। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ১৮ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আরও অজ্ঞাতনামা ৩৮০ জনকে আসামি করা হয়েছে ওই চারটি পৃথক মামলায়।

বুধবার (২ জুলাই) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পৃথক চারটি স্থানে আব্দুস সালাম, সেলিম মণ্ডল, মো. সুজন খান ও আলাউদ্দিনকে গুলিতে হত্যা করা হয়। এ ঘটনায় গত ২৭ জুন একটি ও ৩০ জুন আরও তিনটি মামলা দায়ের করা হয়। বাদী হয়েছেন নিহতদের স্বজন ও আন্দোলনের সঙ্গে যুক্ত চারজন। তারা হলেন- মো. সিরাজুল ইসলাম (৫৮), মুনজিল হোসেন (৫০), মো. আল আমিন (২৩) ও মো. ওয়াজেদ আলী (৪০)।

এজাহার সূত্রে জানা যায়, মো. আল আমিন বাদী হয়ে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান (৬৪), তার ছেলে অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরী ওসমান (৪৫) ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল (৪২)। এ মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছেন ৬০–৭০ জন।

মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে- নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান (৬৪), তার ছেলে অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরী ওসমান (৪৫) ও সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল (৪২)। মামলাটিতে অজ্ঞাতনামা আসামি রয়েছে ১০০–১৫০ জন। মুনজিল হোসেনের বাদী হওয়া মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অজ্ঞাতনামা ৭০–৮০ জন আসামি করা হয়েছে।

ওয়াজেদ আলীর দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান (৬৪), তার ছেলে অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরী ওসমান (৪৫) ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল (৪২)। এ মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছেন ৬০–৭০ জন।

মামলার এজাহারগুলোতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন বৃষ্টি হার্ডওয়্যার দোকানের সামনে উপস্থিত ছিলেন বাদী মুনজিল হোসেনের ছেলে মো. সুজন খান (২৯)। সেদিন এ মামলার অজ্ঞাতনামা আসামিরা ঘটনাস্থলে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ভিকটিম সুজন খানের নাভির নিচে কোমরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

পরদিন ২০ জুলাই বিকেল ৪টার সময় বাদী সিরাজুল ইসলামের ছোট ভাই আলাউদ্দিন (৩৬) আন্দোলনরতদের সঙ্গে যোগ দেন। ওইদিন বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর অংশে বিক্ষোভ চালালে তাদের দমাতে শামীম ওসমানের নেতৃত্বে অন্যান্য আসামিরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। তখন ভিকটিম আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

আবার ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের ডাচ্ বাংলা ব্যাংক শাখার সামনে বাদী আল আমিনের ছোট ভাই ভিকটিম আব্দুস সালাম গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার দুদিন পর ডাচ্ বাংলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

২০ জুলাই একইদিন মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ডাচ্ বাংলা ব্যাংক ভবনের সামনে মামলার বাদী ওয়াজেদ আলীর ছোট ভাই ভিকটিম সেলিম মণ্ডল গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, গত ২৭ জুন একটি ও বাকি তিনটি হত্যা মামলা ৩০ জুন দায়ের করা হয়েছে। এ চারটি মামলার তদন্ত চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইমতিয়াজ আহমেদ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলা শেখ হাসিনা আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর