Logo

সারাদেশ

অবৈধ বালু উত্তোলনে ট্রাক্টরসহ চালক আটক, কারাদণ্ড

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১০:২৭

অবৈধ বালু উত্তোলনে ট্রাক্টরসহ চালক আটক, কারাদণ্ড

অবৈধ বালু উত্তোলনে ট্রাক্টরসহ চালক আটক, কারাদণ্ড। ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় ঘোরামারা নদী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ট্রাক্টরসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) রাতে ভ্রাম্যমাণ আদালত গঠন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এ দণ্ড প্রদান করেন বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ।

চালক ফরহাদ হোসেন বোদা থানার বোগদুঝোলা এলাকার রবিউল ইসলামের ছেলে।

নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চোরাচালানসহ অবৈধভাবে বালু উত্তোলন দমনে সীমান্তসংলগ্ন ঘোরামারা নদী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬ বিজিবির ২টি টহল দল।

বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্যান্য বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও ফরহাদ হোসেনকে বালুভর্তি ট্রাক্টরসহ আটক করা হয়।

পরে রাতেই বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়। এ সময় ফরহাদকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। অনাদায়ে আরও কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত উল্লেখ করেন।

৫৬ বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধভাবে বালু-পাথর উত্তোলন প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। মালকাডাঙ্গা বিওপির হেফাজতে থাকা ট্রাক্টরটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিলাম না হওয়া পর্যন্ত সংরক্ষিত থাকবে।

এসকে দোয়েল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি সীমান্ত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর