Logo

সারাদেশ

এইচএসসি পরীক্ষার্থী খুন, অভিযুক্তের বসতঘরে আগুন

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১১:১০

এইচএসসি পরীক্ষার্থী খুন, অভিযুক্তের বসতঘরে আগুন

পটুয়াখালীর বাউফলে এইচএসসি পরীক্ষার্থী খুন, অভিযুক্তের বসতঘরে আগুন। ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম বয়াতী (১৮) খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের পরদিন অভিযুক্ত শাকিল মীরের পরিবারের চারটি বসতঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার সীমান্তবর্তী ধলু ফকির বাজার এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার দিকে প্রায় ৩০-৪০ জন শিক্ষার্থীসহ শতাধিক মানুষ একত্রিত হয়ে শাকিল মীরের দাদা কাসেম মীর, বাবা রশিদ মীর, চাচা সানু মীর ও জসিম মীরের বাড়িতে হামলা চালায়। এরপর তারা বসতঘরে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করলেও তীব্র আগুনের কারণে ঘরগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়।

খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।

এর আগে মঙ্গলবার বিকেলে ধলু ফকির বাজার এলাকায় কথাকাটাকাটির একপর্যায়ে নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ফাহিম বয়াতীকে ছুরিকাঘাত করে হত্যা করে শাকিল মীর নামের এক বখাটে। এসময় ফাহিমের বাবা জাকির হোসেন বয়াতী ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে হামলাকারী। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। বসতঘরে অগ্নিসংযোগের ঘটনাটিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরিফুল ইসলাম সাগর/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর