Logo

সারাদেশ

হাওরে তরুণীর হাতে মদের বোতল, ভিডিও ভাইরাল

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১১:৫৪

হাওরে তরুণীর হাতে মদের বোতল, ভিডিও ভাইরাল

হাওরে তরুণীর হাতে মদের বোতল, ভিডিও ভাইরাল। ছবি : সংগৃহীত

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা এক তরুণীর হাতে মদের বোতল—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (২ জুলাই) সকাল থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তরুণীটি বোতল থেকে মদপান করতে করতেই নাচছেন তিনি। কখনও ডিঙ্গি নৌকায় বসে মদের বোতল হাতে রিলস ভিডিও তৈরি করছেন। কখনও পানিতে ভিজে সরাব খেয়ে উন্মাদনায় মেতে উঠেছেন।

বেসামাল এ তরুণীর উন্মাদনার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়।

পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর নেটওয়ার্ক সদস্য জসীমউদ্দিন জানান, টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে মদের সয়লাবের খবর প্রায়ই মেলে। যার কারণে পানি শুকিয়ে গেলে প্লাস্টিকের সঙ্গে মদের বোতলও পাওয়া যায়। এতে কৃষি হুমকির মুখে পড়বে। হাউসবোটে কতজন পর্যটক কোথা থেকে এসেছেন, তার একটি পরিসংখ্যান থাকা দরকার। অনৈতিক কোনো কার্যকলাপ হলে সহজে চিহ্নিত করে আইনের আওতায় আনা যাবে।

হাওর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, দুঃখ লাগে এসব দেখে। একজন হাওরপারের মানুষ হিসেবে এগুলো মেনে নিতে পারছি না। এতদিন যা গোপনে হতো, এখন তা প্রকাশ্যেই হচ্ছে। এভাবে চলতে থাকলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। এমনিতেই সীমান্ত অঞ্চলের অবস্থা ভয়াবহ। এ তাহিরপুরের হাওরাঞ্চলকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, টাঙ্গুয়ার হাওরে মদের বোতল হাতে এক নারীর ভিডিও এবং বেশ কিছু ছবি আমাদের নজরে এসেছে। তিনি একটি ছোট নৌকায় ঘুরে ঘুরে মদের বোতল হাতে রিলস করেছেন। কোন হাউসবোটে তিনি এসেছিলেন তা এখনো জানা যায়নি। তার পরিচয়ও মেলেনি। হাওরের সম্ভাবনাময় পর্যটনখাতকে ধ্বংস করার মতো এমন আচরণ আমাদের হতবাক করেছে। আমরা মনে করি, ওই নারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া উচিত।

হাউস-এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ বলেন, হাওরে প্রকাশ্যে মদের বোতল হাতে নিয়ে ভিডিও করা মারাত্মক বেআইনি কাজ। এটি সামাজিক অবক্ষয়। টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য একটি সুস্পষ্ট বিধিমালা প্রণয়ন করে প্রশাসনকে আরও তৎপর হতে হবে। সেখানে উল্লেখ থাকতে হবে পর্যটকরা কী করতে পারবেন। আর কী পারবেন না। আগত পর্যটকদের তথ্য নৌকায় ওঠার আগেই কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম বলেন, ঘটনাটি আমি জেনেছি। হাউসবোটের মালিকদের বলেছি খোঁজ নিতে। ভবিষ্যতে যাতে এ ধরনের কর্মকাণ্ড না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছি।

মো. আব্দুল হালিম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভাইরাল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর