Logo

সারাদেশ

বাড়িতে মায়ের লাশ রেখে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ২ শিক্ষার্থী

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৪:০১

বাড়িতে মায়ের লাশ রেখে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ২ শিক্ষার্থী

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে বাড়িতে মায়ের লাশ রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টার আগেই অশ্রুসিক্ত চোখে পরীক্ষাকেন্দ্রে হাজির হন তারা। সহপাঠী ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহানুভূতি ও সহযোগিতায় পরীক্ষা শেষ করেন তারা।

ওই দুই পরীক্ষার্থী হলেন- সায়মা আক্তার ও লাবনী আক্তার। সায়মা সখীপুর উপজেলার হাতিয়া ডিগ্রী কলেজের মানবিক বিভাগের ছাত্রী। তিনি পরীক্ষা দিয়েছেন সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে। আর লাবনী সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ছাত্রী। তিনি পরীক্ষা দিয়েছেন সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে। উভয়ের মায়ের মৃত্যু হয় ২ জুলাই রাতে।

পরিবার ও স্থানীয়রা জানান, সায়মা আক্তার উপজেলার হতেয়া গ্রামের মো. রায়হান মিয়ার মেয়ে। তার মা শিল্পী আক্তার (৪০) দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। ২ জুলাই দিবাগত রাত ৩টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। অন্যদিকে কচুয়া পশ্চিমপাড়া এলাকার লাবনী আক্তারের মা সফিরন (৪৫) মারা যান রাত সাড়ে ৯টার দিকে।

মা হারানোর শোক বুকে নিয়েও পরীক্ষা থেকে পিছিয়ে যায়নি তারা। স্বজনদের অনুপ্রেরণায় ভোরে চোখ মুছে পরীক্ষাকেন্দ্রে আসেন দুই শিক্ষার্থী। শিক্ষক ও সহপাঠীদের সহানুভূতিতে শান্তভাবে পরীক্ষায় অংশ নেয় তারা।

হাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেন, সায়মা একজন মেধাবী শিক্ষার্থী। কিন্তু আজকের এ ঘটনাটি খুবই বেদনাদায়ক। আল্লাহ যেন তার সহায় হোন। 

সানস্টার ইনস্টিটিউটের অধ্যক্ষ নাছির উদ্দিনও বিষয়টি নিশ্চিত করে বলেন, লাবনী অনেক কষ্টে নিজেকে সামলে পরীক্ষায় অংশ নিয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় লাবনীর মায়ের জানাজা ও বাদ যোহর সায়মার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়।

মুহম্মদ কামাল হোসেন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর