Logo

সারাদেশ

মেঘনা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৪:৫৭

মেঘনা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় মেঘনা নদী থেকে এক অজ্ঞাতনামা (২০) নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ইকবাল।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় একটি মোবাইল নম্বরের মাধ্যমে আলুবাজার নৌ পুলিশ ফাঁড়িতে সংবাদ দেন উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে মেঘনা নদীর তীরে একটি অজ্ঞাতনামা নারীর মরদেহ পড়ে আছে।

ওই সংবাদের ভিত্তিতে আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় সাথী আক্তারের সহায়তায় মরদেহটি তীরে তুলে আনা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত নারীটির বয়স আনুমানিক ২০ বছর। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা ও মুখমণ্ডল গোলাকার। তার পরনে কোনো পোশাক পাওয়া যায়নি। তবে নাকে একটি স্বর্ণের নাকফুল ছিল। কানে দুল ও হাতে কোনো গহনা ছিল না। মাথায় ছিল কালো রঙের লম্বা চুল। শরীরের বিভিন্ন অংশ মাথা, কপাল, ঠোঁট, গলা, পিঠ, পেট, কোমর—সব স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ইকবাল জানান, মরদেহের পরিচয় শনাক্তকরণ ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে পিবিআই চাঁদপুর ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর