Logo

সারাদেশ

সবজি কাটা বটি ঘাড়ে পড়ে শিশুর মৃত্যু

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৫:০৮

সবজি কাটা বটি ঘাড়ে পড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে দুই বছরের শিশু সাইমের মৃত্যু। ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে দুই বছরের শিশু সাইমের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শহরের মহিলা কলেজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সাইম শহরের প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটির মা রান্নাঘরে বটি দিয়ে সবজি কাটছিলেন। এ সময় সাইম খেলার ছলে বটি নিতে চাইলে মা সাবধানতার জন্য সেটি রান্নাঘরের র‌্যাকে তুলে রাখেন। পরে তিনি অন্য ঘরে কাজে যান। এ সুযোগে সাইম র‌্যাকের ওপর থেকে বটি নামাতে গেলে সেটি তার ঘাড়ে পড়ে মারাত্মকভাবে জখম হয়।

পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, ঘাড়ের রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুলতানা মেফতাহুল জান্নাত বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর আমরা প্রাথমিক চিকিৎসা দিই। কিন্তু ধারালো বটি ঘাড়ে পড়ায় তার রগ কেটে যায়। উন্নত চিকিৎসার জন্য রেফার করার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।

এম বুরহান উদ্দীন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর