Logo

সারাদেশ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ভোলায় বিএনপির রক্তদান কর্মসূচি

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৫:৩৭

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ভোলায় বিএনপির রক্তদান কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের আয়োজন করা হয়। এ কার্যক্রমের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ভোলা জেলা শাখা।

কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।

ঢাকা থেকে আগত ড্যাবের নেতৃবৃন্দ ও ভোলা জেলা শাখার চিকিৎসকরা যৌথভাবে রক্তদান কর্মসূচি পরিচালনা করেন। এ সময় ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব মো. রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রক্তদানে আগ্রহী ছাত্র-যুবকদের সরব অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সার্বিকভাবে কার্যক্রমটি তত্ত্বাবধান করে ভোলা জেলা বিএনপি।

আদিল হোসেন তপু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর