বিজিবির ধাওয়ায় পালাল মাদক কারবারি, ফেলে গেল ১৫ কেজি গাঁজা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৫:৫১
-68665292b1e1e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধাওয়ায় পালিয়ে গেছে এক মাদক কারবারি। এ সময় ফেলে যাওয়া ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ফেনী সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এক ব্যক্তি মাদক নিয়ে সীমান্ত পার হচ্ছিল—এমন খবরে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। ব্যাগটি তল্লাশি করে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
একই দিনে ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি। এসব অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা বেশ কিছু গরু, হেয়ার অয়েল ও বিস্কুট জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭৪ হাজার ৭৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অপরাধ রোধে বিজিবির কড়া অবস্থান অব্যাহত থাকবে।’
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা গাঁজা এবং অন্যান্য চোরাচালানি পণ্য আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।
এআরএস